‘নিশ্চয়ই এখন উদযাপন করছে’, আফগানিস্তানের মানুষদের নিয়ে রশিদ

3 months ago 56

বিশ্বকাপ শুরুর আগে কেউ কেউ আফগানিস্তানকে ভালো করার কথা বলেছিলেন বটে। কিন্তু তাতে খুব বেশি ভরসা করতে পারেননি অনেকে। বিশ্বকাপে আফগানদের দুই ম্যাচ যাওয়ার পর এখন নিশ্চয়ই তারা কিছুটা হলেও আস্থা রাখছেন দলটির ওপর।

প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। এরপর শনিবার তারা হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। এ ম্যাচের পর উচ্ছ্বাসই ছুয়ে গেছে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। দেশের মানুষের জন্য খুশির উপলক্ষ এনে দিয়েছেন বলে জানান তিনি।

রশিদ বলেন, ‘(দেশে) সমর্থকরা নিশ্চয়ই এখন উদযাপন করছে। আমি নিশ্চিত তারা এখন জেগে আছে। আমাদের খেলা সাধারণত মিস করে না। রাত তিনটা-চারটা অথবা একটা, যাই হোক না কেন, তারা জেগেই থাকে। শুধু আফগানিস্তানেই না, দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, আমাদের খেলা দেখবেই।’

‘আফগানিস্তানের মানুষের এটাই সৌন্দর্য। তারা আমাদের এত বেশি সমর্থন ও ভালোবাসা দেয়, মাঠে সেটি আমাদের বাড়তি প্রেরণা যোগায়। আমরা সেরা চেষ্টা করছি তাদের আরও বেশি আনন্দ দিতে। আপনারা জানেন, আফগানিস্তানে ক্রিকেটই সুখের সবচেয়ে বড় সোর্স।’

এর আগে টি-টোয়েন্টিতে খুব বেশি বড় জয় নেই নিউজিল্যান্ডের। কিউইদের বিপক্ষেও এটি তাদের প্রথম জয়। ৫৬ বলে রহমানউল্লাহ গুরবাজের ৮০ রানে ভর করে ১৫৬ রানের সংগ্রহ পায় আফগানরা, পরে নিউজিল্যান্ডকে অলআউট করে স্রেফ ৭৫ রানে। ম্যাচশেষে অবশ্য সবাইকেই কৃতিত্ব দিয়েছেন রশিদ।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত এটা আমাদের ইতিহাসের অন্যতম সেরা জয়, বিশেষত টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের এ ধরনের জয় নেই। ওয়ানডেতে আছে, কিন্তু টি-টোয়েন্টিতে আমার মনে হয় ছেলেদের এটা অন্যতম সেরা পারফরম্যান্স। এখানে কেবল একজন নয়, বরং পুরো দলই একসঙ্গে পারফর্ম করেছে।’

‘এখন আমাদের প্রতিপক্ষকে নিজেদের স্কিল দিয়ে হারাতে হবে তাদের ব্যাপারে খুব বেশি না ভেবে। আমি ছেলেদের কেবল এটাই বলবো- তারা যেন নিজেদের দিকেই নজর রাখে। কিছুই যায় আসে না আমাদের প্রতিপক্ষ কে; আপনি কত ভালো, মাঠে কতটা করতে পারছেন আর কেমন এনার্জি আছে এটাই আসল।’

আইএইচএস/এএসএম

Read Entire Article