নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

1 hour ago 4
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক টিপু দাশ গোপাল ওরফে গোপাল দাশ টিপুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) গ্রেপ্তার টিপু দাশ গোপালকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের মতিনাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, টিপু দাশ গোপালের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে হামলা, ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে হাঙ্গামা, সেনাবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ, রাষ্ট্রদ্রোহ এবং বিভিন্ন অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এসব মামলায়। সিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম কালবেলাকে বলেন, টিপু দাশ গোপালকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Read Entire Article