নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

ইতালিতে দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার কৌঁসুলিরা এ তথ্য জানান। খবর আরব নিউজের। কৌঁসুলিদের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং সংগঠনটিকে অর্থায়নের অভিযোগে সন্দেহভাজন। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। অভিযানে ইতালির অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেররিজম ইউনিট একযোগে কাজ করে। তদন্তে অভিযোগ করা হয়েছে, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগৃহীত প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার) হামাস-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় পুলিশ ৮০ লাখ ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে। কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়। পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদন্ত বিস্তৃত করা হয়। এই কার্যক্রমে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট সমন্বয়কের ভূমিকা পালন করে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ অভিযানকে “জটিল ও গুরুত্বপূর্ণ” বলে উ

নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার

ইতালিতে দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার কৌঁসুলিরা এ তথ্য জানান। খবর আরব নিউজের।

কৌঁসুলিদের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং সংগঠনটিকে অর্থায়নের অভিযোগে সন্দেহভাজন। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। অভিযানে ইতালির অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেররিজম ইউনিট একযোগে কাজ করে।

তদন্তে অভিযোগ করা হয়েছে, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগৃহীত প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার) হামাস-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় পুলিশ ৮০ লাখ ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়। পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদন্ত বিস্তৃত করা হয়। এই কার্যক্রমে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট সমন্বয়কের ভূমিকা পালন করে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ অভিযানকে “জটিল ও গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, তথাকথিত দাতব্য সংস্থার মাধ্যমে হামাসে অর্থায়নের বিষয়টি এতে উন্মোচিত হয়েছে।

এদিকে, গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি মেলোনি সরকারের সমর্থনের কারণে ইতালিতে একাধিকবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব। এই যুদ্ধের সূত্রপাত হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলি হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow