নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন সাধারণ সম্পাদক গ্রেপ্তার

1 month ago 35

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে নিজ বাড়ি থেকে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আলমগীর হোসেন আলম (২০) উপজেলার চালিতাবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন জানান, অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হন।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলার অন্যান্য এজাহারভুক্ত ও তদন্তেপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read Entire Article