নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মেসির জার্সি পরবে দর্শক, স্কালোনির বিশ্বাস

3 months ago 47
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ভোর সাড়ে ৫টায় দেল এস্তাদিও ডিফেন্সোর দেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে প্যারাগুয়ে। এবার মেসি ও আর্জেন্টিনার জার্সি নিয়ে অদ্ভুত এক নিয়ম করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। সংস্থাটি জানিয়েছে, এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক মেসি ও আর্জেন্টিনার জার্সি গায়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এমনকি প্রতিপক্ষ দলের ফুটবলারদের ক্লাবের জার্সিও পরা যাবে না। বিষয়টি নিশ্চিত করেন পিএফএ এর লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া গত ১১ নভেম্বর বলেছিলেন, আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি।
Read Entire Article