নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ংকর খেলায় মেতে উঠবে ইরান

1 month ago 14

মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান। দেশটির মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েল ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ংকর খেলায় মেতে ওঠার ঘোষণা দিয়েছে ইরান। 

শুক্রবার (২৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ছয় হাজারটিরও বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে।

শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের প্রস্তুতির মধ্যে এ তথ্য সামনে এসেছে। এতে উভয়পক্ষ নিজেদের মধ্যকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইএইএর ৩৫ রাষ্ট্রের বোর্ড অব গভর্নরস একটি প্রস্তাব পাস করেছে। এর প্রতিক্রিয়ায় আরও অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে এ প্রস্তাব পাস হয়েছে। 

ইরান এর আগে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার দাবিতে সম্মত হয়েছিল যে তারা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কেবলমাত্র ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত সীমাবদ্ধ করবে। কেননা বোমা তৈরির জন্য  ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০ শতাংশের নিচে রাখার প্রয়োজন হয়। 

আইএইএর তথ্যমতে, ইরান নাতানজ প্লান্টে আইআর-৪ সেন্ট্রিফিউজের আরও অতিরিক্ত ১৮টি ক্যাসকেড স্থাপন করতে চায়। যার প্রতিটিতে ১৬৬টি মেশিন থাকবে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি আরও বাড়বে, যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে তুলবে। 

আইএইএর বোর্ড অব গভর্নরসের পাস করা রেজুলেশনের প্রতিক্রিয়ায় জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তারা পারমাণবিক অস্ত্র তৈরির ওপর নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।

ইরানি কর্মকর্তাদের এমন প্রতিক্রিয়ার জবাবে দেশটি আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকাতে আমি সবকিছু করব। এ জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় তার সব নেওয়ার কথা জানান তিনি। 

Read Entire Article