নিষেধাজ্ঞার মধ্যেও ফরিদপুরে দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ

2 hours ago 6

ফরিদপুরে আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও পদ্মা নদী বেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খার বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ৫ মণ ইলিশ জব্দ করেন। এসময় এক জেলেকে আটক করে চারদিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক ক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমীন খান জানান, সরকারিভাবে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছিল। আজ অভিযান চালিয়ে বাজার থেকেই মাছগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, অভিযানকালে জব্দ মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে এনে তাদের মাঝে বিতরণ করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেডএইচ/

Read Entire Article