নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ১০ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবার ২০ লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললে শিগগিরই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।  গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় স্কুলের ২৮ শিক্ষার্থী, তিনর শিক্ষক, একজন আয়া ও তিন অভিভাবকসহ মোট ৩৫ জন নিহত হন। এ ছাড়া ৬৪ জন আহত হন যাদের অনেককে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সূত্রমতে, দুর্ঘটনার পর আহত ও নিহতদের ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা বিষয়ে গত ২ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা হয়। সভায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের পরিব

নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ১০ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবার ২০ লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললে শিগগিরই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। 

গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় স্কুলের ২৮ শিক্ষার্থী, তিনর শিক্ষক, একজন আয়া ও তিন অভিভাবকসহ মোট ৩৫ জন নিহত হন। এ ছাড়া ৬৪ জন আহত হন যাদের অনেককে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সূত্রমতে, দুর্ঘটনার পর আহত ও নিহতদের ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা বিষয়ে গত ২ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা হয়। সভায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, আহতদের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা এবং নিহতদের জন্য ৭ কোটি টাকা মোট ১০ কোটি ২০ লাখ টাকা প্রয়োজন নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মাইলস্টোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় সরকারি বাজেট থেকে সরাসরি বরাদ্দ দেওয়ার সুযোগ না থাকলেও বিশেষ বিবেচনায় অর্থ পুনঃউপযোজনের প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ‘গবেষণা’ খাত থেকে ২ কোটি ২০ লাখ টাকা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ‘সাধারণ থোক বরাদ্দ’ খাত থেকে ৮ কোটি টাকা নিয়ে ‘বিশেষ অনুদান’ কোডে অর্থ স্থানান্তর করা হবে। সেই টাকা থেকে নিহত ও আহদের এ অনুদোন দেওয়া হবে।

শর্ত অনুযায়ী, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। যাচাই-বাছাই শেষে নিহত ও আহতদের পরিবারের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ প্রদান করা হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow