পুলিশি নির্যাতনে মৃত্যুর শিকার হওয়া রাজধানীর লালবাগের ২৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনাকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে লালবাগের বাসায় গিয়ে তাকে এই চিকিৎসা সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। একই সঙ্গে অসহায় এই পরিবারের পাশে থাকার বার্তাও পৌঁছে দেওয়া হয়।
কিডনি ও লিভারে সমস্যা নিয়ে পাপিয়া আক্তার রিনা প্রচন্ড অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন।
চিকিৎসা সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।
'আমরা বিএনপি পরিবার' সেলের পক্ষ থেকে জানানো হয়, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় (ফেব্রুয়ারি ১৬, ২০১৬) মারা যান তিনি।