নিহত যুবদল নেতার স্ত্রী হলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক
ঢাকা মহানগর উত্তরের অধীন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন থানা যুবদলের সদ্য নিহত সদস্য সচিব এবং জুলাই যোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা। রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সাবিহা আক্তার দিনাকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে দিনা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন। এ দিকে নতুন দায়িত্ব পাওয়ায় দিনা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পল্লবী থানা বিএনপির নেতারা জানান, নিহত গোলাম কিবরিয়া ছিলেন পল্লবী থানা বিএনপির নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব এবং অত্যন্ত দক্ষ সংগঠক। সহধর্মিণী হিসেবে দিনা সর্বদা তাকে দলীয় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যুগিয়েছেন
ঢাকা মহানগর উত্তরের অধীন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন থানা যুবদলের সদ্য নিহত সদস্য সচিব এবং জুলাই যোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সাবিহা আক্তার দিনাকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে দিনা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন।
এ দিকে নতুন দায়িত্ব পাওয়ায় দিনা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পল্লবী থানা বিএনপির নেতারা জানান, নিহত গোলাম কিবরিয়া ছিলেন পল্লবী থানা বিএনপির নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব এবং অত্যন্ত দক্ষ সংগঠক। সহধর্মিণী হিসেবে দিনা সর্বদা তাকে দলীয় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যুগিয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দিনার অন্তর্ভুক্তিকরণ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
এ বিষয়ে সাবিহা আক্তার দিনা বলেন, ‘আমার স্বামী গোলাম কিবরিয়া ছাত্রজীবন থেকে ছাত্রদল এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের অভিভাবক আমিনুল হকের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সময় তিনি বহুবার কারাবরণ করেন এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। তিনি গত ১৭ নভেম্বর নিজ এলাকায় প্রকাশ্যে নৃশংস হত্যার শিকার হন। তার মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ আর স্বামীর ভালোবাসার দল বিএনপির প্রতি দায়িত্ববোধ থেকেই আমিনুল হকের নেতৃত্বে আমি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিই। আমার স্বামীর মতো দল থেকে অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে যেন পালন করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।
What's Your Reaction?