নিহত সিয়ামকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও নিন্দা জানাচ্ছি। নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।” জামায়াত আমির আরও বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।” ডা. শফিকুর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানান, তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও এ ধরনের হামলা প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকতে হবে।

নিহত সিয়ামকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও নিন্দা জানাচ্ছি। নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।”

জামায়াত আমির আরও বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।”

ডা. শফিকুর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানান, তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও এ ধরনের হামলা প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow