‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলামী ‘হতাশা’ জানালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। এক্ষেত্রে অনেকটা ‘নীরবতার’ কৌশল নিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, ‘আপাতত কোনো প্রতিক্রিয়া নেই। রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন—তারপর চিন্তা করবো কী প্রতিক্রিয়া দেওয়া যায়।’
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মহাসচিবসহ নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান শেষে গুলশানে ফিরে এসেছেন। এখনই কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন হয়, তা আপনাদের জানানো হবে।
- আরও পড়ুন
- জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ: ডা. তাহের
- জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে
এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলামী ‘হতাশা’ ব্যক্ত করে। সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।’
তিনি বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।’
কেএইচ/এমকেআর/এএসএম