বাবু এবার সমুদ্র দেখতে যাবে, ভারি শোরগোল পড়ে গেল বাড়িতে। তবে সমুদ্রের চেয়েও বড় কথা—যাবে প্লেনে চড়ে।
তার এ পর্যন্ত সবকিছুতে ঘোরাঘুরি হয়েছে, সবচেয়ে বেশি চড়েছে ট্রেনে। রাজশাহী থেকে প্রায়ই সাত সকালের তিতুমীর এক্সপ্রেসে নানু বাড়ি আক্কেলপুর যাওয়া হতো। ফার্স্ট ক্লাসের আটজনের কামরায় টিকেট কাটতো মা, বাবু বসতো জানালার পাশে; বসতো না বলে দাঁড়াতো বলাই ভালো। পুরো রাস্তা বাবু দাঁড়িয়ে থাকতো জানালার... বিস্তারিত