নীলফামারীতে চার কারখানা বন্ধের নোটিশ, থমথমে ইপিজেড

2 hours ago 3

নীলফামারীর চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা ইপিজেড। সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকেরা প্রতিদিনে মত কর্মস্থলে গিয়ে দেখে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলছে। এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এসময় পুলিশে সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে রোববার সন্ধায় থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে।

ইপিজেড সূত্র জানা যায়, কারখানা বন্ধের নোটিশের জেরে প্রথমে ইপিজেডের ভেতরে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাদের বুঝিয়ে বের করে দেন। এক পর্যায়ে তারা ইপিজেডের মূল ফটকের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় খবর দিলে পুলিশ এসে শ্রমিকদের দমানো চেষ্টা করেন। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইপিজেড এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।

নীলফামারীতে চার কারখানা বন্ধের নোটিশ, থমথমে ইপিজেড

কারখানার বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ও রোববার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তারা অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে এবং যে কোনো দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও তারা নির্দেশ অমান্য করে কাজ বন্ধ রাখেন। এতে দুদিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নতুন নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে। তবে কারখানাগুলোর নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান বলেন, উত্তরা ইপিজেডের চারটি কারাখানা বন্ধকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

আমিরুল হক/আরএইচ/এএসএম

Read Entire Article