বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবার চ্যাম্পিয়ন পেতে শেষ রাউন্ড পর্যন্তই অপেক্ষা করতে হবে। শুক্রবার আগারগাঁওয়ের শেরে বাংলা নগরের ডাক ভবনের হলরুমে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক-মাস্টার মনন রেজা নীড়ের বিপক্ষে ড্র করে শীর্ষস্থান ধরে রাখলেও সব নাটকীয়তা জমা আছে অষ্টম বা শেষ রাউন্ডের জন্য।
তাহসিন সাড়ে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক-মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক-মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ।
শেষ রাউন্ডে মুখোমুখি হবে তাহসিন ও শাকিল। তাহসিন জিতলেই চ্যাম্পিয়ন হবেন। হারলে বা ড্র করলে কে চ্যাম্পিয়ন হবেন তা নির্ভর করবে অন্যদের খেলার ওপর। বিশেষ করে নীড় ও জাভেদের ম্যাচের ফল কী হয়, তাও নির্ধারণ করে দিতে পারে সমীকরণ।
সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অনত চৌধুরী, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী।
অষ্টম রাউন্ডে আবু সুফিয়ান শাকিল তাশরিক সায়হান শানকে, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, অনত চৌধুরী তাহমিদুল হককে, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এমএম জহিরুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. রবিউল হোসেনকে, স্বর্নাভো চৌধুরী দেওয়ান শহিদুল আমিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান আব্দুল মোমিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ শাহিনুর হককে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ মহিলা ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, খন্দকার আরাফাত আফনান জারিফ হককে, মোহাম্মদ শফিকুল ইসলাম আহনাফ রশিদ চৌধুরীকে, শরিফুল ইসলঅম রেজাউল করীমকে, হুমায়ুন কবীর আয়ান রহমানকে ও সারোয়ার হোসেন উল্লাস মো. আমিরুল ইসলামকে পরাজিত করেন।
আরআই/এমএইচ/