নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর অপুর সঙ্গে সেলফি তুলতে যুবসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিলে অপুর চারপাশ ঘিরে থাকে তরুণ ভোটাররা। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন—অনেকেই আবার সেলফির জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তরুণদের সঙ্গে তালমিলিয়ে নুরুদ্দিন আহাম্মেদ অপুও হাসিমুখে তাদের মোবাইলে সেলফি তুলছেন। তরুণদের তোলা সেই ছবিগুলো তিনি নিজেও ফেসবুকে শেয়ার করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ব্যক্তিগত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর। তার এই গণসংযোগে তরুণদের ব্যাপক উপস্থিতি এবং সেলফি তোলার আগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর অপুর সঙ্গে সেলফি তুলতে যুবসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিলে অপুর চারপাশ ঘিরে থাকে তরুণ ভোটাররা। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন—অনেকেই আবার সেলফির জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

তরুণদের সঙ্গে তালমিলিয়ে নুরুদ্দিন আহাম্মেদ অপুও হাসিমুখে তাদের মোবাইলে সেলফি তুলছেন। তরুণদের তোলা সেই ছবিগুলো তিনি নিজেও ফেসবুকে শেয়ার করেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ব্যক্তিগত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর। তার এই গণসংযোগে তরুণদের ব্যাপক উপস্থিতি এবং সেলফি তোলার আগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

স্থানীয় কয়েকজন যুবক জানান, অপু স্যারকে কাছ থেকে দেখা ও সেলফি তোলা আমাদের জন্য গর্বের। তিনি খুব কাছের মানুষের মতো আচরণ করেন।

এ বিষয়ে মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের ভালোবাসা আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই।

নির্বাচনকে ঘিরে শরীয়তপুর-৩ আসনে এমন প্রাণবন্ত উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow