নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

3 weeks ago 24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি একে ‘অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা’ আখ্যায়িত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নুরকে দেখতে যান প্রেস সচিব। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম জানান, চিকিৎসকরা তাকে জানিয়েছেন—নুরের নাক ও চোখের পাশে আঘাত লেগেছে। শরীরের ভেতরেও রক্তক্ষরণ হচ্ছে এবং তিনি বর্তমানে আধা-চেতন অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

প্রেস সচিব বলেন, ‘নুরের ওপর আঘাত অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং আমরা অবশ্যই তদন্ত চালাব।‘

Read Entire Article