নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সময়সীমা’ বেঁধে দিল গণঅধিকার পরিষদ

5 hours ago 4

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে দলটি। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ তথ্য জানান। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, ‘নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। ১৭ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তারা চান, সরকার বসে আলোচনার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করুক।’

তিনি বলেন, ‘সরকার শুধু বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তালবাহানা করছে। নুরকে কোন দেশে নেওয়া হবে, সেটি পরিবার ও দল মিলে ঠিক করবে।’

নুরের শারীরিক অবস্থা নিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডানপাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 

Read Entire Article