নেইমারকে নিয়ে কটাক্ষ পালমেইরাসের সভাপতির

2 months ago 30

ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে দলে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ইনজুরির সঙ্গে লড়াই করা এই তারকার বর্তমান শারীরিক অবস্থার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

'নেইমার পালমেইরাসে যোগ দেবে না। আমাদের ক্লাব কোনো চিকিৎসা কেন্দ্র নয়,' মন্তব্য করেন পেরেইরা। 'আমি এমন খেলোয়াড় চাই, যারা আজকেই দলে যোগ দিয়ে আগামীকাল মাঠে নামতে পারবে। ম্যাচ খেলার জন্য অযোগ্য কাউকে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না।'

নেইমারের ইনজুরির বর্তমান অবস্থা

সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলা নেইমার বর্তমানে মাংসপেশীর সমস্যায় ভুগছেন। আগস্ট ২০২৩-এ উচ্চমূল্যে (৯০ মিলিয়ন ডলার) ট্রান্সফার হওয়ার পর থেকেই মাঠে তার অবদান সীমিত। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ইস্তেগলালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে নেইমার খেলেন। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেও খেলার শেষ মুহূর্তে আবার ইনজুরিতে পড়েন।

আল-হিলালের কোচ জর্জ জেসুস নিশ্চিত করেছেন, ইনজুরিটি শুধুমাত্র মাংসপেশীর এবং তার আগের হাঁটুর সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়। দুই সপ্তাহের মধ্যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি উল্লেখ করেন।

নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার তার ইনজুরি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। 
'আশা করি এটি গুরুতর কিছু নয়। এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকার পর এমনটা হতেই পারে। ডাক্তাররা আগেই সতর্ক করেছিলেন। আমাকে ধীরে ধীরে সময় নিতে হবে,' তিনি লেখেন।

তবে সৌদি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নেইমারের ইনজুরি থেকে ফিরে আসতে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এ পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলা নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে আল-হিলাল তাকে আগামী সৌদি প্রো লিগ মৌসুমের দ্বিতীয়ার্ধে নিবন্ধিত করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ক্লাবের বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ কোটায় ইতোমধ্যে ১০ জন পূর্ণ থাকায় নেইমারের সুযোগ সীমিত। তবে তিনি মহাদেশীয় টুর্নামেন্টের জন্য যোগ্য রয়েছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসার আগে তার ভবিষ্যৎ পরিষ্কার হওয়া কঠিন।

এমন পরিস্থিতিতে নেইমারের জন্য পালমেইরাস কোনো বিকল্প নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন লেইলা পেরেইরা। 

️ Palmeiras president Leila: Neymar will not join Palmeiras, this club isnt a medical department.

I want someone who will come to join immediately, who can play tomorrow if the manager wishes.

I wont accept us signing a player whos unfit to play. pic.twitter.com/RKQ12sC97O

— Fabrizio Romano (@FabrizioRomano) November 17, 2024
Read Entire Article