নেইমারকে বাদ দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা

2 months ago 35
নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথম স্কোয়াড ঘোষণা করলেন তিনি। তবে এই দলে নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো, অ্যান্টনি ও রিচার্ডিলসন এর মতো তারকারা। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, ‘সে ইনজুরি কাটিয়ে ফিরেছে ঠিকই, কিন্তু এখনো শতভাগ ফিট না। ওর সঙ্গে কথা বলেছি, ও বোঝে পরিস্থিতি।’ ব্রাজিল কোচ জানান, তার দৃষ্টি ২০২৬ বিশ্বকাপের দিকে। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ে এগিয়ে যেতে চান তিনি। স্কোয়াডে আছেন একদিকে ক্যাসেমিরো, মার্কিনিয়োস-এর মতো অভিজ্ঞরা, অন্যদিকে ডাক পেয়েছেন তরুণ এস্তেভাও, আন্দ্রে সান্তোসরাও। আনচেলত্তির ২৫ জনের স্কোয়াড: গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা ডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, আলেক্সসান্দ্রো, বেরালদো, লিও ওর্তিজ, মার্কিনিয়োস মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, এডেরসন, জেরসন ফরোয়ার্ড: আন্তনি, এস্তেভাও, মার্তিনেল্লি, কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র আনচেলত্তির ব্রাজিল এখন অপেক্ষায় নতুন অভিযাত্রার—যার লক্ষ্য শুধুই একটিই: হেক্সা।
Read Entire Article