ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে ঐতিহাসিক জয় তুলেছে সান্তোসের বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোসের হয়ে সোমবার ভোরে সাও পাওলোর মোরাম্বিস স্টেডিয়ামে নিষ্প্রভ ছিলেন। বার্সেলোনা ও লিভারপুলের সাবেক ফিলিপে কৌতিনহো ভাস্কো দা গামার হয়ে জোড়া গোল করেছেন। নেইমারকে নিয়ে একাদশ সাজালেও সান্তোস নিজেদের ইতিহাসের বাজে হার এড়াতে পারেনি। প্রথমার্ধে এক গোল হজম করে […]
The post নেইমারের অনুজ্জ্বল দিনে ৬ গোল হজম সান্তোসের appeared first on চ্যানেল আই অনলাইন.