নেইমারের ভিলায় বাজল অ্যাশেজের গান

2 hours ago 3
বাংলা ব্যান্ডসংগীতে অ্যাশেজ নামটা বর্তমানে অন্যতম জনপ্রিয়। আজ ব্যান্ডটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে একটি বিশেষ ভিডিও—যা এসেছে সুদূর ব্রাজিল থেকে! জন্মদিনের বিশেষ এই দিনে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের নিজ বাড়ির সুইমিংপুল–এর পাশে বড় পর্দায় বাজতে দেখা গেল অ্যাশেজের আলোচিত গান ‘তামাক পাতা’। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমারের বাবার ম্যানেজার ও পারিবারিক ঘনিষ্ঠ রবিন মিয়া। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ইভানের জন্মদিনের শুভেচ্ছা। ভিডিওটি শেয়ার করে ইভান নিজেও আনন্দ প্রকাশ করে লিখেছেন, ‘নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ–এর গান দেখে বেশ ভালো লাগছে।’ পরে মন্তব্যে রবিন মিয়াকে উদ্দেশ করে যোগ করেন—‘ভালোবাসি ভাই! আপনি সুন্দর।’ ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করে লিখছেন, “নেইমারের বাড়িতে যদি অ্যাশেজ চলে, তাহলে আমাদের প্লেলিস্ট তো ঠিক পথেই আছে!” জন্মদিনের আনন্দের মাঝেও ইভান ভুলে যাননি তার সামাজিক দায়িত্ব। জন্মদিনের আগের দিন এক পোস্টে তিনি জানান—প্রতিবছরের মতো এবারও একজন অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে দিনটি উদযাপন করবেন। বাংলা ব্যান্ডসংগীতের জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত—যে মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলতারকার বাড়িতে বাজছে বাংলাদেশের গান। আর ইভানের মানবিক প্রত্যয়ে দিনটি হয়ে উঠেছে আরও অর্থবহ।
Read Entire Article