নেইমারের মায়ামিতে যোগদানের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন সুয়ারেজ

3 hours ago 6

ইন্টার মায়ামির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা নেইমারের সম্ভাব্য যোগদানের গুঞ্জন নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে তাদের গড়ে তোলা কিংবদন্তি আক্রমণ ত্রয়ীর পুনর্মিলনের সম্ভাবনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে।

সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি থাকা সত্ত্বেও, ইন্টার মায়ামিতে তার যোগদানের গুঞ্জন জোরালো হয়েছে। এক সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেন, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। নেইমারের মতো খেলোয়াড়কে দলে পেলে সবাই রোমাঞ্চিত হয়, কারণ তার গুণমান দলকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে।’

তবে তিনি স্বীকার করেন যে এই স্থানান্তর সম্ভব হলেও বাস্তবায়ন কঠিন। ‘এটা শুধুই স্বপ্ন এবং প্রত্যাশা। নেইমারের বর্তমান চুক্তি এবং আল-হিলালে তার বিশাল বেতনের মতো বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে,’ সুয়ারেজ যোগ করেন।

নেইমারের সম্ভাব্য যোগদানের বিষয়ে কথা বলতে গিয়ে সুয়ারেজ বার্সেলোনায় তাদের আক্রমণ ত্রয়ীর সময়ের কথা স্মরণ করেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তারা একসঙ্গে নয়টি বড় শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লা লিগা শিরোপা।

‘আমরা সবাই জানি আমরা সেই সময় কী অর্জন করেছিলাম,’ বলেন সুয়ারেজ। তবে তিনি উল্লেখ করেন যে সময় অনেক পরিবর্তন এনেছে। ‘আজ আমরা তখনকার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং বয়স্ক।’

মেসি এবং সুয়ারেজ উভয়েই ৩৮ বছর বয়সের কাছাকাছি, যা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায় নির্দেশ করে। অন্যদিকে, ৩২ বছর বয়সী নেইমার এখনও উচ্চ পর্যায়ে প্রতিযোগিতার জন্য সক্ষম হলেও তার পুনরাবৃত্ত চোটের কারণে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যায়।

২০২৪ মৌসুম শেষ হওয়ার পর ইন্টার মায়ামির আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে। ডিয়েগো গোমেজের প্রিমিয়ার লিগের ব্রাইটনে চলে যাওয়া এবং ম্যাটিয়াস রোজাস ও লিওনার্দো কাম্পানার প্রস্থান দলটির আক্রমণ শক্তি দুর্বল করেছে।

নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোর অধীনে ফাকুন্দো ফারিয়াস এবং ফাফা পিকাল্টের মতো খেলোয়াড়রা দলে যোগ দিলেও, বিশ্বমানের একজন লেফট উইঙ্গারের অভাব স্পষ্ট। নেইমার এই শূন্যতা পূরণ করতে পারেন এবং একইসঙ্গে ইন্টার মায়ামির বৈশ্বিক প্রোফাইল বাড়াতে ভূমিকা রাখতে পারেন।

নেইমার, মেসি এবং সুয়ারেজের সমন্বয়ে একটি আক্রমণ ত্রয়ী শুধু বার্সেলোনার সোনালী যুগের স্মৃতি ফিরিয়ে আনবে না, বরং মেজর লিগ সকারে (এমএলএস) অভূতপূর্ব আকর্ষণ তৈরি করবে। পাশাপাশি ক্লাব ওয়ার্ল্ড কাপে ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ইন্টার মায়ামিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

Read Entire Article