নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, তিনজন গ্রেপ্তার

2 months ago 31

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) উত্তর ইসরায়েলের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। এ সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই বাড়ির ভেতরে ছিলেন না এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথের এক প্রতিবেদনে গ্রেপ্তারকৃতদের পরিচয়ের ব্যাপারে একটু ধারণা মিলেছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মধ্যে একজন সিনিয়র রিজার্ভ অফিসার। তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। তথ্য বলছে, গত দুই বছর ধরে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সক্রিয় ছিলেন তিনি। তবে তার নাম প্রকাশ করেনি পত্রিকাটি।

একই বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার এক মাসের মাথায় শনিবারের ঘটনাটি ঘটল। গত ১৯ অক্টোবর এই বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলা করেছিল। তখনও নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না এবং কোনো হতাহত হয়নি। 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। 

সাধারণত ইসরায়েলে যেকোনো হামলার জন্য হিজবুল্লাহ, হামাস বা সিরিয়া ও ইরাকে অবস্থানরত ইরান ঘেঁষা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়। কিন্তু এবারের হামলার পেছনে ইসরায়েলি নাগরিকদের ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুত ঘটনার রহস্য উম্মোচন করতে পারবেন তারা।

Read Entire Article