নেত্রকোণা-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী
নির্বাচন কমিশনের শুনানি শেষে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে নেত্রকোমায় ৫টি আসনের মধ্যে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে মামলা সংক্রান্ত সব তথ্য ও উপযুক্ত কাগজপত্র দাখিল করেন অধ্যাপক মাসুম মোস্তফা। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “যে ত্রুটির কারণে আমার মনোনয়ন সাময়িকভাবে বাতিল হয়েছিল, সে বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র আমি নির্বাচন কমিশনে দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আজ আমি আ
নির্বাচন কমিশনের শুনানি শেষে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে নেত্রকোমায় ৫টি আসনের মধ্যে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে মামলা সংক্রান্ত সব তথ্য ও উপযুক্ত কাগজপত্র দাখিল করেন অধ্যাপক মাসুম মোস্তফা। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “যে ত্রুটির কারণে আমার মনোনয়ন সাময়িকভাবে বাতিল হয়েছিল, সে বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র আমি নির্বাচন কমিশনে দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আজ আমি আমার মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছি। আমি আমার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জনগণের কাছে দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।”
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নেত্রকোণা-৫ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন থেকে জামায়াত প্রার্থী হিসেবে অধ্যাপক মাসুম মোস্তফা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।
What's Your Reaction?