নেত্রকোণায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
নেত্রকোণার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে তিন দিনব্যাপী "নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৬তম ব্যাচ"-এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।এই কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কানাই লাল সরকার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আইটিসি, নেত্রকোণা। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, "জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জ
নেত্রকোণার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে তিন দিনব্যাপী "নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৬তম ব্যাচ"-এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এই কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কানাই লাল সরকার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আইটিসি, নেত্রকোণা।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, "জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।"
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?