নেত্রকোনায় কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ বন্ধ

1 month ago 32

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া অভিমুখী ট্রেনটিতে এ ঘটনা ঘটে। নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটি জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। ট্রেনটি জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে।

‘আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।’

তিনি বলেন, জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Read Entire Article