নেত্রকোনায় একটি পুরোনো ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদ আঁটি গ্রামের হান্নান মিয়া, আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া। অপরদিকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনো মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কামাল হোসাইন/আরএইচ/জেআইএম