নেপালের প্রধানমন্ত্রী কার্যালয় বালুবাটারে রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তেজনা দেখা দিয়েছে। ‘হামি নেপাল’ গোষ্ঠীর নেতা সুদান গুরুঙ ও তার সমর্থকরা প্রধানমন্ত্রী সুশিলা কার্কির পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। মাত্র দু’দিন আগে শপথ নেওয়া সুশিলা কার্কিকে জেন জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।
তাদের প্রধান দাবি, প্রধানমন্ত্রী তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী নিয়োগ... বিস্তারিত