নেপালে বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন ভারতীয় নারী 

1 day ago 5

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ভারতীয় এক নারী। যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানেই বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। খবর এনডিটিভি 

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রাজেশ গোলা গত সপ্তাহে নেপালে গিয়ে সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েন। সঙ্গে ছিলেন তার স্বামী রামবীর সিং গোলা। গত ৭ সেপ্টেম্বর তারা হায়াত রিগেন্সি হোটেলে উঠেছিলেন।  

পরে গত ৯ সেপ্টেম্বর জেন-জির ডাকা বিক্ষোভের একপর্যায়ে তাদের হোটেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তারা হোটেলের জানালা থেকে বের হওয়ার চেষ্টা করলে গায়ে আগুন ধরে যায়। 

উদ্ধারকর্মীরা তাদের এমন পরিস্থিতি দেখে নিচে ম্যাট্রেস বিছিয়ে উদ্ধার করার চেষ্টা করেন। একপর্যায়ে রাজেশ গোলা ও তার স্বামী রামবীর সিং হোটেলের চারতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে রামবীর সামান্য আঘাত পেলেও তার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। 

তাদের ছেলে বিশাল সাংবাদিকদের জানায়, হোটেল থেকে বের হওয়ার সময় মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাবার সঙ্গে থাকলে হয়তো এ ধরনের ঘটনা ঘটত না। 

এদিকে নেপালে সরকারবিরোধী বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১৩০০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে গত সোমবার। এদিন সোশ্যাল মিডিয়া বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ করায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে। পরে মঙ্গলবার বিক্ষোভ আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। 

বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া একাধিক এমপি-মন্ত্রীর বাড়িতে ভাঙচুরসহ একাধিক স্থানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। 

Read Entire Article