নেপালে শপথ নিলেন প্রধানমন্ত্রী সুহিলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তিন নবনিযুক্ত মন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবন শীতলনিবাসে শপথ গ্রহণ করেন তারা। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাদেরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শীতলনিবাসের ধ্বংসস্তূপের সামনে একটি আনুষ্ঠানিক ছাউনি বসিয়ে সম্পন্ন হয়। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর জানিয়েছে।
সাবেক অর্থসচিব রামেশ্বর... বিস্তারিত