নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম

4 months ago 20

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার চৌরাস্তা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম

তিনি বলেন, বাগাদী চৌরাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানার মালিকের থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article