‘নোট অব ডিসেন্ট’ রেখে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এটা বড়জোর বিএনপির সনদ হতে পারে। কোনো রাজনৈতিক সমঝোতায় এটা থাকতে পারে না।
রোববার (১৯ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা, সনদের আইনি ভিত্তির অনুপস্থিতি ও দেশের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
নাহিদের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না
পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
মোদীবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা কি দেশের বাইরের কেউ প্রশ্ন রেখে তিনি বলেন, জুলাই সনদে এমন বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশের গোয়েন্দা ইউনিটগুলোর ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, তাদের মূলত কাজটা কী? যদি বাংলাদেশের কোথায় কোন ধরনের অপতৎপরতা এবং দেশবিরোধী ষড়যন্ত্র চলছে তার কোনো তথ্য বা আভাস তাদের কাছে না থাকে, তাহলে তারা করেটা কি?
সম্মেলনে ইনকিলাব মঞ্চের ঢাবির শাখার সদস্য সচিব ও ডাকসুর নবনির্বাচিত গণতন্ত্র ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা একের পর এক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলা চালানোর ঘটনাকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন।
এফএআর/এসএনআর/এমএস