নোবিপ্রবি শিক্ষার্থীদের বহনকারী তিনটি বাসে আগুন
নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে বিআরটিসি ডিপোতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গন্ধরাজ নামের আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানে
নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে বিআরটিসি ডিপোতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গন্ধরাজ নামের আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। আজই আমার বদলি হওয়ার কথা ছিল—সব প্রস্তুতিও শেষ। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।
এ ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আশাকরি এ ঘটনায় শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিআরটিসি বাসে আগুনের ঘটনায় আমাদের শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না। বিআরটিসি আমাদের সাথে চুক্তিবদ্ধ, শিক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় এ বিষয়ে তারা ব্যবস্থা নিবে।
What's Your Reaction?