নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ

3 months ago 39
রাজধানীর ডেমরা থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।  সোমবার (১৯ মে) রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। এরপর থেকে তারা মুঠোফোনে যোগাযোগ করতেন তারা। গত বছরের ১২ নভেম্বর মোহাম্মদপুরে নোবেলের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী। এ সময় ডেমরায় বাসায় স্টুডিও দেখাতে ভুক্তভোগীকে বাসা নিয়ে আসেন নোবেল।  সূত্র আরও জানায়,  ২/৩ জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় তরুণীকে নোবেলের বাসায় আটক রাখা হয়। ঘটনার সময়ে ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে নোবেল। পরে নেশাগ্রস্ত অবস্থায় ভিকটিমকে একাধিকবার মারধর ও ধর্ষণ করা হয়। এ ঘটনা ভিডিও ধারণ করে নোবেল। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার তরুণীকে চিনতে পারে। চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে।  ৯৯৯-এর কলের সাপেক্ষে সোমবার (১৯ মে) ৯টা ৩০ মিনিটে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়।  মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। 
Read Entire Article