নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

2 days ago 13

নোয়াখালীতে যুবককে গলা কেটে হত্যা, খুলনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা এবং যশোরে মন্দিরে চুরির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একইসঙ্গে দ্রুত সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রশাসনের প্রতি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার নোয়াখালীর সুবর্ণচরে দিনে-দুপুরে প্রকাশ্যে রাস্তায় সুব্রত চন্দ্র দাস নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে গত ৮ সেপ্টেম্বর রেখা মন্ডলকে পিটিয়ে হত্যা এবং তার স্বামী-পুত্রকে গুরুতর আহত করে স্থানীয় দুর্বৃত্তরা।

অন্যদিকে গত রোববার গভীর রাতে দক্ষিণাঞ্চলের বৃহৎ তীর্থক্ষেত্র যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা দেবালয়ে তিনটি মন্দিরের স্বর্ণালঙ্কার, শালগ্রাম শীলাসহ দামি জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল।

Read Entire Article