নোয়াখালীতে এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলার অন্যতম সংগঠক এবং জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে হুমকি বিষয়টি নিশ্চিত করেন তিনি। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইয়াছিন আরাফাত জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নিজ নোয়াখালী সদর উপজেলা নেওয়াজপুর ইউনিয়নে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হুমকি ও হয়রানিতে লিপ্ত হয়েছে। তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে নিজ এলাকার কাসেম বাজার মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় একটি বিশেষ দলের বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনার তিনি থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলার অন্যতম সংগঠক এবং জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে হুমকি বিষয়টি নিশ্চিত করেন তিনি। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ইয়াছিন আরাফাত জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নিজ নোয়াখালী সদর উপজেলা নেওয়াজপুর ইউনিয়নে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হুমকি ও হয়রানিতে লিপ্ত হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে নিজ এলাকার কাসেম বাজার মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় একটি বিশেষ দলের বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনার তিনি থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
What's Your Reaction?