নোয়াখালীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নোয়াখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের আয়োজনে জেলা শহর মাইজদী মধুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের সভাপতি আব্দুল হান্নান টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানি সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সন্তান জেলা বিএনপি নেতা আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন

নোয়াখালীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নোয়াখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের আয়োজনে জেলা শহর মাইজদী মধুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী নোয়াখালী জেলা তরুণ দলের সভাপতি আব্দুল হান্নান টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানি সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানের সন্তান জেলা বিএনপি নেতা আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।

তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে। সভার শেষাংশে মরহুমার রুহের মাগফিরাত, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশের শান্তি-স্থিতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়ার গেল ৩০ ডিসেম্বর ইন্তেকালের পর থেকে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ ধরনের স্মরণ সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠান চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow