নোয়াখালীতে দেড় টন পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার

1 month ago 14

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে দেড় টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌমুহনী বাজারের ‘বিসমিল্লাহ প্যাকেজিং’ নামের কারখানায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে দেড় টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানাকে

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় বাজারজাত করার সময় দেড় টন অবৈধ পলিথিন জব্দ করে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

Read Entire Article