নোয়াখালীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

3 weeks ago 5

নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতা মামলায় গিয়াস উদ্দিন পাটোয়ারী (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে আলাইয়ারপুর ইউনিয়ন থেকে র‌্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটক গিয়াস উদ্দিন পাটোয়ারী বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জাগো নিউজকে বলেন, আটক গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, বিচারক মো. ইকবাল হোসাইন শুনানি শেষে আসামি গিয়াস উদ্দিন পাটোয়ারীর জামিন মঞ্জুর করেছেন।

আরএইচ/জেআইএম

Read Entire Article