নোয়াখালীতে বাল্যবিয়ে পণ্ড, কনের চাচাকে জরিমানা

3 hours ago 4

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৫ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কো কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ (গোপনীয় সহকারী) মো. আবদুল মতিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে দুপুর ঘোষকামতা গ্রামের আলম কো কমিউনিটি সেন্টারে অভিযান চালান ইউএনও নাছরিন আক্তার। সেখানে কনের বয়স প্রমাণের কাগজপত্র চাইলে পরিবারের লোকজন তা দেখাতে ব্যর্থ হন। পরে প্রবাসীর অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় তার চাচাকে (বাবার বড় ভাই) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আত্মীয়-স্বজনকে অনুষ্ঠানস্থল থেকে চলে যেতে বলা হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর

 

Read Entire Article