নোয়াখালীতে মাদক ছাড়ার শপথ নিলেন ৫০০ কয়েদি

3 months ago 47

নোয়াখালী জেলা কারাগারে মাদক পরিহারের শপথ করেছেন ৫০০ কয়েদি। তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রসাশক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সভায় তারা এ শপথ করেন।

নোয়াখালীতে মাদক ছাড়ার শপথ নিলেন ৫০০ কয়েদি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এসময় কারাগার থাকা ৫০০ কয়েদি দাঁড়িয়ে মাদক পরিহারের শপথ করেন।

সভায় জেলা প্রশাসক কয়েদিদের উদ্দেশ্যে বলেন, এখন আপনাদের পরিবারকে সময় দেওয়ার কথা। কিন্তু সামান্য ভুলের কারণে আপনারা এখানে বন্দি। আমি আশা করি সংশোধিত হয়ে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। মাদকের সংশ্লিষ্টতা ছেড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। মাদক বেচাকেনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করবেন।

নোয়াখালীতে মাদক ছাড়ার শপথ নিলেন ৫০০ কয়েদি

সভায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেল সুপার গোলাম দস্তগীর। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, জেলায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান, মাদকের বিস্তাররোধে বিভিন্ন কার্যক্রম ও সভা-সমাবেশ করছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/এনআইবি/জিকেএস

Read Entire Article