নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুন

4 hours ago 7

নোয়াখালীর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে শহরের গণপূর্ত অফিসের বিপরীতে নুপুর মার্কেটসহ মাইজদী হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ইয়াছিন মোল্লা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই বোঝা যায়নি। তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা আরো বাড়তেও পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ইয়াছিন মোল্লা কালবেলাকে জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।এই রিপোর্ট লিখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। বিস্তারিত পরে জানানো হবে।

Read Entire Article