নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে কাঁচামালসহ সাড়ে চার টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টা থেকে চৌমুহনী বাজারে এ অভিযান চলে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান অভিযান পরিচালনা করেন।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জাগো নিউজকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। এসময় ‘নিপু প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামের কারখানায় চার হাজার ৪০১ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পাওয়া যায়। পরে মালামালগুলো জব্দ করে তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, দিনের বেলা বন্ধ রেখে গভীররাতে গোপনে পলিথিন উৎপাদন করে আসছে অসাধু চক্ররা। হাতেনাতে ধরার জন্য গভীররাতে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, পরিবেশের জন্য পলিথিন মারাত্মক ক্ষতিকর। রাষ্ট্রবিরোধী এ কাজে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম