নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৪০১

3 months ago 8

গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৪০১ জনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ, ৮ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ১৭৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৪৬ বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। পাশাপাশি ২৩টি ড্রেজার জব্দ করা হয়।

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৪০১

অভিযানে ৪০১ জনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৪৪টি মৎস্য, ২টি মাদক, ১৬টি বেপরোয়া, ৭টি অপমৃত্যু, একটি হত্যা, ১২টি বালুমহাল, ৪টি চাঁদাবাজি, একটি চুরি এবং একটি নদী দূষণ মামলাসহ মোট ৮৮ মামলা দায়ের হয়েছে। এসময় ৭টি মরদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।

টিটি/কেএসআর/জেআইএম

Read Entire Article