নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

2 months ago 5

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার দত্তেরবাজার কুঠুরিঘাট সংলগ্ন নদে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা একই উপজেলার বিরই নদীর পাড় দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।

নিখোঁজ দুজন হলো একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ হোসেন (৭)। তারাও ওই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছোট নৌকায় পাকুন্দিয়ার চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে গফরগাঁওয়ের বিরই এলাকায় মাদরাসায় যাচ্ছিল সাত শিক্ষার্থী। সকাল সাড়ে ৯টার দিকে নৌকাটি দত্তের বাজার কুঠুরিঘাট-সংলগ্ন এলাকা পর্যন্ত গেলে নদে স্রোতের কারণে উল্টে যায়। এ সময় মাঝিসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। পরে জেলেসহ স্থানীয় লোকজন শাপলার মরদেহ উদ্ধার করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বেলা ১১টা থেকে উদ্ধার কাজ শুরু করেছি। এর আগেই একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ থাকা দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তারা পানিতে থাকলে আর জীবিত থাকার কথা নয়।

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত দুই শিশু নিখোঁজ। নদে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এএসএম

Read Entire Article