নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার 

1 month ago 9

নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগর সাতমাধলাই (বালই) নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার নূরে আলম।

উদ্ধার শ্রমিক দুজন হলেন- মারুফ মিয়া (২৪) ও মো. জিয়া (২০)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলার ধলামুলগাঁও গ্রামে। 

জানা গেছে, গত সোমবার রাতে মোহনগঞ্জের আদর্শনগর বালই নদীতে বালুবোঝাই নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় ও ডুবুরি দল মিলে ২৪ ঘণ্টা পর ২ শ্রমিকের লাশ উদ্ধার করে। গতকাল তাদের লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read Entire Article