নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

1 week ago 7

নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পাস করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মিজানুর রহমান ওরফে মুন কামালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুন কামাল এক্সামিনার জাহিদ নামে প্রতারণা করে আসছিলেন।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) মুন কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল আফতাব নগরের একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মুন কামালকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

নৌপরিবহন অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার মুন কামাল একজন প্রতারক ও দালাল চক্রের সদস্য। সে নৌপরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত সিডিসি সনদ, মাস্টার ড্রাইভার সনদ পরীক্ষা, পশুর নদীজ্ঞান পরীক্ষা, মেরিন একাডেমি ভর্তি, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন কামাল তার প্রতারণার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের বেশ কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে অর্থের লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। 

বাড্ডা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ জানান, ওই আসামিকে থানায় হস্তান্তরের পর প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় সোমবার (০১ সেপ্টেম্বর) মিজানুর রহমান ওরফে মুন কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article