ন্যাটোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় জানালেন রুশ প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া। এ লক্ষ্যে যত দ্রুত সম্ভব রুশ বাহিনীকে প্রস্তুত করার কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। সেখানে আন্দ্রেই বেলুসভ বলেন, আমরা বিশ্বাস করি ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষেই মোড় নিচ্ছে।
গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে বেলুসভ জানান, এসব বিষয় প্রমাণ করে, মস্কোকে আগামী বছরগুলোয় আরও শক্তভাবে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণু শক্তির আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসভ।
রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্রভাণ্ডারে শিগগিরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় পৌঁছাতে এ ক্ষেপণাস্ত্রের লাগবে মাত্র আট মিনিট।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এ কারণে যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে। চলতি বছর প্রায় ৪ লাখ ৩০ হাজার রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ৩ লাখ।
রুশ প্রেসিডেন্ট বলেন, দেখা যাচ্ছে, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী মানুষের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে।