ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

3 weeks ago 11

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পাতলা হতে থাকে। পুরুষদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়। এর পেছনে নানা কারণ থাকতে পারে—যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া বা শরীরে হরমোনের পরিবর্তন।

আরও পড়ুন : থাইরয়েডের সমস্যায় ভুগছেন, বুঝবেন যেসব লক্ষণে

আরও পড়ুন : শিশুদের মূত্রনালির সংক্রমণ সম্পর্কে সচেতন হোন

চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন, মাথা ন্যাড়া করে ফেললেই সমস্যার সমাধান হবে। অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটা আগের চেয়ে ঘন হবে।

কিন্তু সত্যিই কি ন্যাড়া হলে চুল ঘন হয়?

ভারতের এক সংবাদমাধ্যম বলছে, পাবমেড সেন্ট্রাল-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার আসলে কোনো সম্পর্ক নেই।

গবেষণায় বলা হয়েছে, ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

আরও পড়ুন : ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

আরও পড়ুন : শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় ভুলেও যেসব খাবার খাবেন না

আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না—কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

তবে একটা ভালো দিকও আছে। যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটা কিছুটা সময় টেকে, সহজে পড়ে না।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Read Entire Article